যেভাবে খুশি থাকলে কি ক্ষতি?
———————–
সাফিকা জহুরা জেসী
সাজানো গোছানো পরিপাটি ঘরবাড়ি
জনমানবহীন!
কি আসে যায়,
এলোমেলো বিশৃঙ্খল অবস্থায়
যদি প্রশান্তির বাস রয়!
ধূলো জমা সেল্ফের ফাঁক হতে
মুচকি হাসে বন্ধ ডায়েরি
শোকে ভরা কাব্যকথা, তারও ভারী দায়!
উল্লাসটুকু থাকুক না লুকিয়ে
উড়োধুরো এলোমেলো চাওয়ায়!
কতোভাবে সবে জীবন সাজায়
জীবন কি মানে কোন জিওমেট্রি?
স্বাধীনভাবে ঋতু-প্রকৃতির মত
সুখ-দুঃখ পালা বদলায়
মেনে নিতে বাধ্য! সয়ে নিতেই হয়!
এক কাপ কফি, এক মোড়ক চিপ্স
কি ক্ষতি তাতে
যসি সন্তুষ্টি প্রাণোচ্ছ্বাসে ভরে দেয়
চাওয়া পাওয়ার হিসেব না-ই মেলায়
ছোট ছোট খুশীগুলো তালাবদ্ধ মঞ্জুষায়!
সারাজীবন কত কি পেল
সুনাম খ্যাতি ঐশ্বর্য্য
তবুও কেন মুখ মলিন?
কেউ কি এসে বলে দেবে
সত্যিকারের সুখ মেলে কোথায়?