কে আমি
সাফিকা জহুরা জেসী
আমি নারী! স্বাধীনচেতা আর মুক্তিকামী নারী!
জানি না, কবি, নাকি দেবী!
তবে, সকল বিসর্জন মেনে নিতে রাজি নই আর!
আমি প্রতিবাদ মুখর; যতই হই কারও কারও অপ্রিয়!
আমি ভালবাসা কুড়াই! ভালবাসা বিলাই!
অন্যের ক্ষতি করিনা কখনো, অতীব শান্তিপ্রিয়!
যতটা ক্ষতি মেনে নেয়া যায়;
মেনে নিতে নিতে, মানিয়ে নিতে নিতে
পাহাড় – সমুদ্র পাড়ি দেয়া শেষ !
আজ নিজের জন্যও বাঁচতে চাই,
নিজের জন্যও হাসতে চাই,
কেবলই হতাশা, না রয় অশেষ!
প্রতিবেলা ভাঙ্গি, প্রতিবেলা গড়ি
নিজকেই নিজের শুভাকাঙ্ক্ষী মনে করি।
স্বপ্ন বুনি, ব্যার্থতা গুনি, তবুও আর নাহি অপরের শুনি!
হ্যাঁ, আমি ঋণী, তাদের কাছে
যারা আমাকে নিঃস্বার্থ ভাবে ভালবেসে যায়,
আর জন্মদাত্রী মা, যার ঋণ কভুও শোধ হবার নয়!
আমি ততটাই হিংস্র আজ, যতটা না হলে
প্রতিনিয়ত আত্মা দংশায়, নগ্ন কীটও কুঁড়ে কুঁড়ে খায়!
আত্মসন্মানের যেন না হয় অবক্ষয়!
সত্য মিথ্যার দাঁড়িপাল্লায় সদা তৎপর!
মিথ্যে আসে সম্পর্ক রক্ষায়, পর না হয় আপনজন!
কেবলই সত্যে যে, সকল সুখের বিসর্জন!
আমার হিংসে ভালবাসাময়; কমতি না হয়!
আমার লোভ ভালবাসায়; যেন আরও আরও চাই!
আমার অহংকার এই ভালবাসা-ই! শীর্ষে রাখে আমায়!
কে আমি? কি আমি? জানার চেষ্টায় লগন ফুরায়!
জীবনের শেষ সন্ধিক্ষণে আমি একবার
সবার মত স্বার্থপর হতে চাই!