শুধু আমায় ভুলিস
সাফিকা জহুরা জেসী
ডজন দুয়েক চুড়ি, ভাঙ্গতে ভাঙ্গতে আজ
অবশিষ্ট আছে আর মাত্র তিন চারটে
অন্যের হাতে রেশমী চুড়ি পড়াতে, খুব বুঝি মন চায়?
খুব ভালো লাগে, অন্যের হাত সাজাতে, সে হাত ধরে প্রশংসা করতে?
আমার চুলে জট লেগেছে প্রায়
কতদিন অগোছালো এলোমেলো
কি সুন্দর তোর ভালো লাগা আজ অন্যের চুলে ফুল পড়াতে!
কি মুগ্ধ, বিভোর আজ তুই, অন্যের চুলে নিজকে ভেজাতে!
আমার শরীরের ঘ্রান, আজ-কাল আর পৌঁছয় না তোর নাকে,
হৃদয় পর্যন্ত পৌঁছনোর আশা ছেড়ে দিয়েছি সেই কবেই!
খুব মেতেছিস অন্যের সুধায়;
বিভোর দিনে রাতে!
মনে পড়ে না, শেষবার কবে বলেছিলি,
“ভালবাসি গো ভালবাসি”!!!!!!!
হ্যাঁ, অবচেতন মনে এখনো বলিস রোজ রাতে
সে যে আমি নই, ভেজা বালিশ সাক্ষী দিতে থাকে!
একদিন, যখন খিল পড়বে আমার দুয়োরে,
যখন জগৎ ছুটবে ভিন্ন দিশায়,
যদি না চেনে তোকে রোজ দেখা এই নতুন মুখগুলো,
তখন, শুধু আমায় ভুলিস, স্মরণ রাখিস এইসব দিনগুলো!