জীবন মোহনার খোঁজে
সানজিদা এস কে
বসন্ত ভোরে যে ফুল ফোটার কথা ছিলো সেই ফুল ফোটেনি,
কলি গুলো অবেলায় অবহেলায় লুটিয়ে পড়ে রয় বিস্তৃত ভূমিতে,
সত্ত্বাহীন দেহে তার কাকুতি মিনতি চলে অবিরাম অনবরত,
কে শোনে তার এই আকুল আর্তনাদ?
আকাশের যে মেঘ বৃষ্টি হয়ে ঝরার কথা ছিলো সেই মেঘ আজ পাংশুটে,
হারিয়ে যায় সে নীল আকাশের অন্তরালে ,
একাকীত্বের ভয়াল আগ্রাসনের দহনে নিথর প্রাণ নিয়ে করে সে দিন বদলের অপেক্ষা।
ঝর্ণার বুক চিরে এক খরস্রোতা দুগ্ধ ফেনিল নদী মোহনার পথ হারিয়ে হয়ে যায় নিরুদ্দেশ,
জানে না সে তার এই একাকী পথ চলার শেষ কোথায়?
নিষ্প্রাণ দেহ নিয়ে ছুটে যায় অজানা অসীম দিগন্তে।
যে পথে তোমায় খুঁজেছি, সে পথও বেঁকে গেছে কোন এক ঠিকানা বিহীন অচেনা গন্তব্যে,
নেই তার কোনো স্মৃতি ফলক, কালের প্রবাহে প্রতিটি ক্ষণে বেজে ওঠে অনিশ্চয়তার এলোপাথারি ডংকা,
বহমান নদীর মতোই আমার এই বিরামহীন বয়ে চলা,
ঝর্ণার স্রোতে যেন ভেসে যাই অহর্নিশি জীবন মোহনার খোঁজে।
৩ Comments
Really nice
thanks
Thanks for liking my work.