স্বপ্ন মেঘের সন্ন্যাস
রাত্রির গহীন আঁধারে মিশে হারিয়ে যায়
আমার নির্ঘুম স্বপ্নগুলো ভোরের বিন্দু বিন্দু
শিশিরের কণার মতো,
যে স্বপ্ন এঁকেছিলাম শঙ্খচিলের ডানায় ভর করে
ওই সাগরের সীমানায় বসে অবিরত।
যুগ যুগ ধরে যে স্বপ্ন লালন করি আমার
অন্তরের গভীরে এক কাঙ্খিত আবেশে,
সেই স্বপ্নগুলো উবে যায় বুঁদ বুঁদ হয়ে মিলিয়ে যায়
সাগরের নীলে,
তলিয়ে যায় নিরেট আচ্ছাদনের শান্ত তলদেশে ।
আমি অহর্নিশি খুঁজে ফিরি আমার স্বপ্ন মেঘের কল্পিত সুরক্ষিত এক আবাস,
ছুঁতে চাই মেঘের বুকের পিঞ্জরে বন্দি সেই রক্ষা কবজ,
পেতে চাই এই অবরুদ্ধ প্রেমের নিঃশর্ত এক আশ্বাস।
গোধূলি বেলায় রঙ তুলির আঁচড়ে
এঁকে যাই স্বপ্নের ধুধু সাঁঝ বেলা যখন সূর্য নেয় বনবাস,
অস্তমিত বর্ণালী কিরণে মেতে উঠি ৱঙের বেদিতে,
হতে চাই স্বপ্ন মেঘের সন্ন্যাস।
সানজিদা এস কে