২০৬ বার পড়া হয়েছে
“সাধারণ তুমিটাই আমার অসাধারণত্বের ভাণ্ডার”
তসলিমা হাসান
অসাধারণ কেউ নয়
খুব সাধারণই হইও তুমি
এমন একজনকেই চাই জীবনে
যার পুরো পৃথিবীটাই হবো আমি।
টাকা-পয়সা রূপ-যৌবন নয়
চাই সুন্দর একটা মন
যে মানুষটা আগলে রাখবে
আমায় সারাটি ক্ষণ।
ভালোবেসে যেমন আগলে রাখবে
ভুল করলে তেমন শুধরে দিবে
ছেড়ে যাওয়ার বাহানা না খুঁজে
আমার ভালো-মন্দ সবটাকে নিজের করে নিবে।
সাধারণ তুমিটাই যে আমার
অসাধারণত্বের ভাণ্ডার
আমি যে তোমাতেই পরিতৃপ্ত হতে চাই
তুমিই যে এই জীবনের কান্ডার।
“সাধারণ তুমিটাই আমার অসাধারণত্বের ভাণ্ডার”
কানাডা,০২-০৯-২০২২
২ Comments
Congratulation
অসাধারণ প্রকাশ। ধন্যবাদ লেখিকা তাসলিমা হাসান।