১৪৬ বার পড়া হয়েছে
সাধন ভজন
মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া
ময়ূর মেলে যায় পাখা
গাছ মেলে যায় শাখা।
মানুষ মেলে মায়া মমতা
হয় না শেষে দেখা।।
মনে মনে মন মিলে না
মিললে হয়ে গো সাধন।
আত্মায় আত্মা মিলে গেলে
তাতেই হয়গো বাঁধন।।
সময় থাকতে সাধনা করো
ভজনে বাড়াও মন।
হাতের নাগালে থাকতে তারে
কুঁড়িয়ে নাও গো ধন।।
মুখের কথা হাতের টাকা
বের হলে ফিরে আসে না।
যৌবন জীবন ফুরিয়ে গেলে
আর তো ফিরে পাবে না।।
দুদিনের এই রঙ মহলে
খুঁজে নাও গো মানিক রতন।
জীবন যৌবন থাকতে শক্তি
করে যাও সাধন ভজন।।
১ Comment
Good; Congratulations