প্রতি আক্রমণ
সাদিয়া নাজিব
নারী নির্যাতনে
প্রতিবাদ আমি করি না
প্রতিবাদ ভীরুর ভাষা।
আক্রমণে
প্রতি আক্রমণ ই মূলমন্ত্র আমার।
আমি ঘৃণা করি না নির্যাতককে
নির্যাতিতই ঘৃণ্য
যদি না সে জ্বলে ওঠে স্ফুলিঙ্গ!
আমি প্রতিবাদ করি না
রুখে দেই কাপুরুষের “কাম”
বিশ্বময় অধঃপতিত পুলিঙ্গের
অশ্রাব্য খিস্তি ধর্ষনের আরেক নাম।
আজ আমি দুপায়ে দলি চোখের জল
জেনো” নারী”
ক্রন্দন তোমার অচল, নিস্ফল।
তাই ভীরু নারী,
অনুভব করি না তোমার জন্য কোনো মমতা!
প্রতিবাদ নয়,ক্ষোভ নয়,ঘৃণা নয়
ঢিল মারলে পাটকেলটি ছোড়ো
অসুস্থ ইঙ্গিতে থুথু মারো।
ইতরের হাত দাও ভেঙে দাও
হও ইস্পাত কঠিন
করো আক্রমণ
সংঘর্ষেই হোক নির্যাতনের অবসান।
প্রতিবাদ নয়,বিচার নয়
প্রতি আক্রমণই আজ সমাধান!
৩ Comments
কলম হোক প্রতিবাদের হাতিয়ার
অভিনন্দন বন্ধু। চমৎকার লিখেছো। হতে পারতো যদি নারী এমন, থাকতো না দুষ্টের দমন। আজ থেকে তাই হোক সকল নারীর প্রতিবাদের ভাষা, আমি নারীর এটিই প্রত্যাশা।
very nice response; Congratulations.