১৪৯ বার পড়া হয়েছে
সাদামেঘ
মুসলেমা পারভিন
শূন্য হাতে ফিরি আমি
জীবনের কোন পথ কোন দিকে
বাঁক নেয় জানা নেই আমার।
আমি তথৈবচ তবু গন্তব্য খুঁজে ফিরি।
আকাশে সাদা মেঘ বেখেয়ালে ঘুরে বেড়ায়,
অজস্র বৃষ্টির জল বুকে নেই তার,
জানি আমি এই মেঘ বর্ষণবতী নয়।
সে কেবল অকারণ —
সব জীবনে হয়ত গন্তব্য থাকে না।
কিছু প্রাণ হয়ত কেবলই সংখ্যাত্বত্ত্ব!
কিছু মনের অর্বাচীন ভাবনা হয়ত কেবল সাদামেঘ
বৃষ্টি হয়ে ঝরে পড়ে ধরাতল সবুজ করার
সক্ষমতা নেই তাদের।
তবু ভাবি সবই কেবল সংখ্যাবাড়ানোর জীবন?
অচেতন চিতে তবে কেন চেতনা?
তবু কেন এত দুঃখবোধ?
তবু কেন এত সৃষ্টির তাড়না?
সবই যদি কেবল সাদামেঘ?
জুলাই ২৫, ২০২২