২৭২ বার পড়া হয়েছে
সাগরের মত মন
মোঃ মফিজ উদ্দিন ভুঁইয়া
সাগর পানে চেয়ে দেখ
ঢেউ কেমনে উছলায়,
মানুষ হল সাগরের জল
মাছ সেজে মন খুলে খায়।
সাগরের মতো বিশাল মনে
মন কেঁড়েছে তারই পানে,
বনের কোকিল কুহু কুহু সুরে
মন কেড়ে নেয় গানে গানে।
উদার করে মন বড় করলে ভবে
তবেই হবে তুমি বড় মনের,
সাধন ভজনে মিলবে তাঁরে
বাড়বে কদর আপন জনের।
ধনে বড় যিনি বড় নয় তিনি
যদি না থাকে মানবতা,
কৃপণতা নিয়ে করেছো ধন
বিফলে গেল তার সফলতা।
নিজে হবো মানবতার ধারক
গরিব-দুঃখীর সেবাতে পণ,
মানুষের সেবায় নিজকে বিলিয়ে
সাগরের মতো করো বিশাল মন।