১৭৪ বার পড়া হয়েছে
অন্য ভুবন
সাইফুল ইসলাম
এই ভুবনের খুব নিকটে
অন্য ভুবন আছে,
দম ফুরালেই সেথায় যাবে
সবাই আগে পাছে
সেই ভুবনে যাইতে গেলে
লাগে নারে ভিসা,
হটাৎ করেই আসে চিঠি
মিলে নারে দিশা।
চর্ম চোখে জগৎ টারে
দেখা যায় না কভু,
দেখা যাবে ঠিক তখনি
ডাক দিবে যখন প্রভু।
সেই জগতের নাম দিয়েছে
আল্লাহ পরকাল,
সেথায় সবার থাকতে হবে
ধরে চিরকাল।
ইহ জগতের খোঁজ খবর
সেই জগতে মেলে না,
ইহ ভুবনের নিয়ম কানুন
সেই ভুবনে চলে না।
সেই জীবনে চলে শুধু
এই জীবনের কর্ম
সেই জীবনে শান্তির জন্য
ইসলাম একমাত্র ধর্ম
১ Comment
very good response; Congratulations.