প্রত্যাশা
সাইদুল ইসলাম
একটু হাসি, একটু কান্না, একটু ভালোবাসা।
এভাবেই কাটছে দিন,
কেটে যাচ্ছে বেলা।
কেউ হতাশ, কেউ রঙিন,
কারও চোখে চশমা।
কেউ ভালোবাসে ফুল,
কেউ না বুঝে করে ভুল।
কেউ ভালোবেসে না,
পাওয়ার কষ্টে হয় ধ্বংস।
আবার কেউ ভালোবাসা,
না পেয়ে হয় ধন্য ।
কেউ মৃত্যুর যন্ত্রণায় কাতরাছে,
আবার কেউ সুস্থ থেকে ফুরতি করছে।
কেউ বাবার টাকা পেয়ে উরাচ্ছে,
আবার কেউ টাকার অভাবে ধুঁকে ধুঁকে মরছে ।
কার জ্ঞান থেকে বসে আছে অলসে,
আবার কেউ প্রকৃতি দেখে শিখছে।
কেউ সুখে থেকেও, আছে সুখের অভাবে।
আবার কেউ দুঃখকে সুখ ভেবে নিয়েছে মেনে।
কেউ জীবনে অনেক বার হেরেও জিতেছে ,
আবার কেউ জিততে জিততেও হেরে গেছে।
কেউ লেওয়াজ রেখে,
সৎ না করে অসৎ করে ।
আবার কেউ বিনা লেওয়াজে সৎকর্ম করে।
এত নেয়ামত পাওয়ার পরেও,
অনেকে সৃষ্টিকর্তাকে অস্বীকার করে ।
আবার কেউ না দেখে,
সৃষ্টিকর্তার ওপর প্রত্যাশা করে।
পাবে পার ঐপারে ।
তাং=২৭/০৭/২০২১
১ Comment
very good response. congratulations.