জীবন
সাইদুল ইসলাম
জীবনকে অনেক প্রশ্ন করেছি আমি।
জীবন তুমি কার,
বল কার তুমি।
জীবন বলে,
আমি বিধাতার এক উপহার।
তুমি মিছে ভাবনায়,
নিজেকে করেছো উজাড়।
তুমি সামান্য দুঃখে হয়ে যাও কাতর,
অল্প শোকে হয়ে যাও তুমি পাথর।
তোমার সুখ আছে, দুঃখ আছে।
বাঁচার জন্য তোমার স্বপ্নও আছে,
তোমার হৃদয় আছে,
চিন্তা করার জন্য বিবেক আছে।
তোমার কর্মের হিসাব আছে,
তোমার ভেতর ইচ্ছাশক্তি আছে।
ভালো-মন্দ বোঝার মতো,
তোমার জ্ঞান আছে।
কান্না করার জন্য,
তোমার চোখ আছে।
মানুষকে বুঝার জন্য,
তোমার হৃদয় আছে।
তোমার পিছনে,
শয়তান লেগে আছে।
তোমাকে পাহারা দেওয়ার জন্য,
ফেরেশতা আছে ।
তোমার চলার পথে,
জীবনসঙ্গী আছে।
তোমার ভালো কাজে উৎসাহ দিবে,
খারাপ থেকে বিরত রাখবে।
তোমার ভালো-মন্দ,
বোঝার মত ক্ষমতা আছে।
তুমি অন্যের দোষ খুজবে না,
তোমার দোষের নেই তুলনা।
কি ভাবছো?
তোমার উত্তর কি মিলছে না।
কোন নিয়ামতকে অস্বীকার করো না,
এটাই জীবনের বাস্তবতা।
তুমি চলিবে একা,
বিতর্কে যেওনা।
মিলবে তোমার জীবনের সার্থকতা।।
তারিখ: ২৬/০৩/২০২১
১ Comment
very good; Congratulations.