১৭১ বার পড়া হয়েছে
আগামী
সাইদুল ইসলাম
আগামীর অনেক বাকি চলার পথ।
যেতে যেতে খাচ্ছি শুধু হোঁচট ,
জানিনা কিসের নেশায় ছুটছি এই পথ।
কত দেখাবে আর ক্ষমতার দাপট ,
অতীতেও ছিল অনেক ক্ষমতাবান।
আজ হয়ে গেছে তারা নিষ্প্রাণ,
কিছু মুহূর্তের জন্য এসেছি এই দুনিয়া,
দুনিয়া চলার জন্য প্রয়োজন হয় কতনা শিক্ষা।
তাই ভাবছি আগামীর পথ নয় সহজ,
মৃত্যু ব্যক্তির কাছে আছে শিক্ষা আমাদের আগামীর পথ।
তাঃ-৩১- ৮- ২১
১ Comment
good; congratulations.