১৭০ বার পড়া হয়েছে
সাঁঝের বাতি
শারমিন আখতার মনি
নষ্ট সময়ের কষ্টের প্রতীক্ষা
না পাওয়া বেদনা
প্রহর কাটে
স্বপ্ন আসবে শেফালীর মালা হাতে
উজাড় করে ভালোবাসবে
বেলা-অবেলায়
প্রতীক্ষায় প্রতীক্ষায় ক্লান্ত
শেষ বার স্মৃতির দুয়ারে
খুঁজে পাওয়ার আশায় জ্বালি সাঝেঁর বাতি
৫ Comments
congratulations
অসাধারণ।
Wonderful topic
Personable
মনোমুগ্ধকর