সহমরণ
রিমি কবিতা
বৈশাখের দাবদাহে রক্তে লেগেছে নাচন,
তোমার ঘাম তৃষ্ণায় হৃদয় জুড়ে আকন্ঠ দহন।
যে প্রচন্ডতায় হৃদয় নিংড়ে ভালোবেসেছিলাম,
তার চেয়েও তীব্র প্রচন্ডতায় খানখান করে দিয়েছো আমার হৃদপিণ্ড।
চুপটি মেরে থাকি বলে ভেবো না আঘাতে কষ্ট পাই নি! অযাচিত মৃত্যু যন্ত্রণা কেমন হয় জানি না,
তবে এর চেয়ে ভয়ানক হয় না বোধ হয়।
সরে এসেছি বলে ভেবো না খোঁজ নেই না তোমার,
প্রতি মুহুর্ত জড়িয়ে আছি তোমার এপাশ ওপাশে।
যতটা আস্থায় জড়িয়েছিলাম তার চেয়ে দ্বিগুণ দ্বিধায় ছাড়িয়ে নিলে নিজেকে।
যতটা নির্ভরতায় আঁকড়ে থেকেছিলাম তার চেয়ে অনেক বেশি নির্মমতায় নিমজ্জিত করলে অন্ধকারে।
তোমার চোখের দিব্য প্রেমে এক নিমিষেই যে জীবন বাজি রাখতে পারতো,
তাকেই তুমি চোখের আড়ালে ঠেলে দিলে।
সযত্নে তোমার অপ্রেমকে আমি কপালের টিপ বানিয়েছিলাম,
তা-ই কপাল পোড়ালে কলংকের তিলকে।
নিভৃতে দূর থেকেই রয়ে যাবো তোমার নি:শ্বাসের কাছাকাছি ;
প্রেম নয় অপ্রেমেই হোক আমার সহমরণ!!!
২৮/৪/২৩
চকবাজার