সময় তুমি বড্ড যাযাবর
(নুর এমডি চৌধুরী)
মানুষের সাথে সাথে সময়ও একসময় বৃদ্ধ হয়ে যায়
নীলাকাশ মেঘের ছায়ায় ঢেকে নেয় তার রঙ
প্রকৃতি আড়াল করে নেয় তার শোভা বর্ধন
মমতার সান্নিধ্যে বেড়ে উঠা ঔরসজাত শিশু গুলি
বাবা মা নামের মধুর ডাকটিকে বন্দী করে দেয়
বৃদ্ধাশ্রম নামের জেলখানাতে।
হায়রে জীবন!
রঙ তুলির আঁচড়ে যাকে রাঙালাম
হৃদয়ের সবকটি রঙ নিয়ে সময়ের তালেতালে
সেও পালিয়ে বেড়ায় এ জীবনটাকে একাকীত্বতা দিয়ে
পাখির সুমধুর ডাক আর শোনা হয় না অধরামৃত প্রাণ চোখ বুজে
নির্বোধ হাঁটে একটু সান্নিধ্য একটু গল্প কথার খুঁজে।
তার যে সময় নেই। সে ব্যস্ত মহা ব্যস্ত।
আবহমানকাল জীববৈচিত্র্যের সরল-সৌন্দর্যে সবাই মজে
একদিন আমিও মজেছিলাম। মেঘের কোলে ভেসে বেড়াতাম
রৌদ্রস্নাত প্রকৃতিকে উপেক্ষা করে পাড়ি দিতাম সহস্র মাইল পথ
আজ ধু ধু প্রান্তর। অরণ্য আর দেখা হয় না দেখা হয় না সমুদ্রের
তিমিরের তীব্রতায় কেঁটে চলে বাকিটা সময়।
সময় তুমি বড্ড যাযাবর।
১ Comment
congratulations