সম্প্রীতিই ধর্মের সার।
।।ম.আ.কুদ্দুস পদ্মা।।
পর বিশ্বাসে আঘাত মানবতা বিরোধী মতবাদ
সম্প্রীতিই ধর্মের সার মনুষ্যের শ্রেষ্ঠ পথ।
পর মত সহিষ্ণুতায় বাড়ায় নিজ ধর্মের ধর্ম গৌরব, মহিয়ান মহত্ব।
ঠেলাঠেলিতে কি গৈরব? কোথায় রয় মানুষের মনুষ্যত্ব?
সবাই সকলের তরে মিলিয়া মিশিয়া আমরা ভাই ভাই
একই জাত জ্ঞ্যাতি মোরা, নাই ভেদাভেদ কিছু নাই।
জাত অভিজাত থাকেনা লেখা গায়ে
প্রকাশমান তাহা আচার ব্যাবহারে।
কালো ধলো ছোট বড় সবারই ধমনীতে বয় লাল একই রক্ত
কেনইবা জাতপাত লড়াইয়ের বিষাদ কুরুক্ষেত্র ।
ধর্ম বর্ণ ভাষা দেশ ভিন্ন ভিন্ন, অভিন্ন নহে জীবন মৃত্যু শাশ্বত
ধনি গরীব শুদ্র ক্ষুদ্র অচ্ছুৎ সবারই অন্তিম ঠিকানার মানে একই তো!
পরশ্রী পরনিন্দা মন্দ দুগন্ধ চর্চা, ছাড়ি এসো ভাই,নিকৃষ্টের দাসত্ব
এড়াই অযথার সংস্কৃতি,ভালবাসি প্রকৃতি,করি জপ সবার উপরে মনুষ্যত্ব।
আনন্দ করি এসো ভাগা ভাগি,সুঃখ দুঃখে পরস্পর থাকি পাশাপাশি,
ছাড়ি লোভ হিংসা বিদ্বেষ সকল নোংরামি!
দাঁড়াই দুঃখি দরিদ্র দুস্থ জনের পাশে, রাখি এসো স্বাক্ষর মানবতা শাশ্বতীর।
২ Comments
কালের প্রতিবিম্ব’র প্রতি সম্প্রীতির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও অভিনন্দন।
সম্প্রীতি নিয়েই চলতে চাই। বাঁচতে চাই।সম্প্রীতিকেই ভালোবাসি।ভালোবাসার এ নশ্বরে সম্প্রতির জয় হোক সেটাই কামনা।
Congratulations