সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত:
আজ ৩০ জুলাই ২০২২ সকাল সপক গ্রুপের ১২ (বারো) বছরে পদার্পণ উপলক্ষে সকাল ১০ টায় রাজধানীর “সী ফুড চাইনিজ রেস্টুরেন্ট”, ২৮ রবীন্দ্র সরণি রোড, সেক্টর ০৭, উত্তরায় অনুষ্ঠিত হয় সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের বিশিষ্ট সাহিত্যিক জনাব দিলীপ রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ। বিশেষ অতিথি ছিলেন কবি ড. মোঃ নজরুল ইসলাম খান (প্রিন্সিপাল, ইন্টারন্যাশনাল এডুকেশন কলেজ)।
সভাপতিত্ব করেন জাতীয় “দৈনিক প্রথম বেলা” সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ শাহ আলম।
এছাড়াও উপস্থিত ছিলেন : কবি মোঃ নূরুল হক, কবি নিশাত জেসমিন, কবি হারুনুর রশীদ, কবি প্রহরী মনিরুজ্জামান, কবি ম, আ. কুদ্দুস পদ্মা, কবি মোস্তাহিদুর রহমান (মোস্তাহিদ), কবি এস এম শহীদুল্লাহ সরকার, কবি ইব্রাহিম খলিল, সাংবাদিক এ.কে.এম নোমান (দৈনিক প্রথম ডাক), আরেফিন খসরু, সাহিত্য অনুরাগী জিয়া হাশিম জেমি, মিস মিম, মিস সাদিয়া’সহ আরো অনেক গুণীজন।
উপস্থিত সকল কবি ও লেখকগণ সাহিত্য আলোচনায় অংশগ্রহণ করেন ও স্বরচিত কবিতা পাঠ করেন।
অনুষ্ঠানটি সার্বিক সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন বাস্তববাদী কবি ও কলামিস্ট আবুল খায়ের (প্রতিষ্ঠাতা/সভাপতি, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ)।
উপস্থিত সবাই গ্রুপের সাফল্য কামনা করেন এবং আগামীতে আরো বড় কর্মসূচি পালনের আশা ব্যক্ত করেন ।
সবাইকে শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।
৩ Comments
বাহ্ সুন্দর ও সমৃদ্ধ আয়োজন। বাস্তব বাদী কবি কলামিস্ট জনাব আবুল খায়ের সাহেবের উদ্দোগে ও পরিচালনায় সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)এর ১২ বছরে পদার্পণ উপলক্ষে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা বর্ণাঢ্য অনুষ্ঠানটি।
দেশ ও দেশের বাহিরের প্রথিতযশা কবি সাহিত্যিক এবং গুণীজনদের উপস্থিতির উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারাটায় নিজেকেও ধন্য মনে করছি। সেই সাথে স.প.ক সাহিত্য গ্রুপ সমাজ পরিবর্তনের কবিতা গ্রুপ নিয়ে এগিয়ে চলুক শুভকামনা।
এই সুন্দর সাহিত্য আড্ডার আয়োজনে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমরা এভাবেই আমাদের সাহিত্য অঙ্গনকে এগিয়ে নিয়ে যাই। সাহিত্য আঙ্গন আরো বিকশিত হোক আমাদের চর্চায়। উপস্থিত সবাইকে আমার শুভকামনা।
ভালো থাকুন কবি, সাহিত্যিক সকল বন্ধুগণ।