সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ, সপক-এর ১১তম জন্মদিনে আমার নিবেদন।
(যারা ছড়া লেখার চর্চা করেন, তাদের জন্যে অনুকরণীয় বটে)
শুভ জন্মদিনে!
মুহাম্মদ তোফাজ্জল হোসেন।
তাং ২০/০৬/২০২১
স্বরবৃত্ত ছন্দ'(৪+৪,৪+২)
——————————–
সপক তোমায় জানাই আশিস
শুভ জন্মদিনে,
হাজার বছর বেঁচে থাকো
সপক সবার সনে।
সপক তোমার পাতায় পাতায়
লিখি গানের কলি,
সপক তোমায় আপন ভেবে
মনের কথা বলি।
সপক পাতায় নিত্য লেখে
নবীন প্রবীণ কবি,
সপক তুমি গুণিজনের
যেনো আলোর রবি।
শুদ্ধতারই স্বপ্নগুলো
সপক ছড়ায় আগে,
সপক তুমি আধার নাশো
মনের কুসুম বাগে।
সপক তোমার জন্মদিনে
মনের আশিস করি,
সপক তুমি দেখাও আলো
আলোর পথটা ধরি।
দূর আকাশের তারার মতো
সপক কাব্য আলো,
শুভক্ষণে জন্ম তোমার
ছড়াও সকল ভালো।
ভালোবাসার কাব্য পাড়ায়
সপক আলোর রশি,
জন্ম তিথির আশিস দিলাম
সপক যুগের শশি।
——————————-
পুন্ড্র,বগুড়া।