আগামীকাল ০৬ জুলাই ২০২১ তারিখে সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের ১১ বছরে পদার্পণ।
এই বিষয়ে গ্রুপের সকল সদ্যস্য/মডারেটর/অ্যাডমিন ও সম্মানীত উপদেষ্টাদের প্রতি এক বাণী দিয়েছেন গ্রুপের প্রতিষ্ঠাতা আবুল খায়ের স্যার;
বাণীতে তিনি বলেন:
দেখতে দেখতে কেটে গেলো ১০টি বছর।
অনেকগুলো পথ অতিক্রম করে… আজ আমরা এই অবস্থানে। সেটা অনেক কষ্টের যেমন ছিল, ছিল আনন্দেরও। অনেক কবি/লেখক এই গ্রুপ থেকে শিক্ষা নিয়ে নিজেরাই এখন প্রতিষ্ঠিত এবং দেশ বিদেশে পরিচিতও বটে ।
করোনার কারণে গত বছরেও হল বুকিং করেও অনুষ্ঠান করা যায়নি। এবারও তাই ঘটেছে। আমরা আশা করি, করোনা মহামারী কাটিয়ে একটা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো আমরা অচিরেই, ইনশাআল্লাহ।
গ্রুপের চলার পথে যাঁরা নিবেদিতভাবে শ্রম/মেধা, বুদ্ধি ও সহযোগিতা করেছেন সবাইকে নিরন্তর সালাম ও শুভেচ্ছা।
লেখা হোক আজ ও আগামীর
আবুল খায়ের
প্রতিষ্ঠাতা
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ
Reporter: সৌদি আরব থেকে: মাইন উদ্দিন
৪ Comments
সকল সৃষ্টির একজন নিরব স্রষ্টা থাকেন যিনি অগোচরে সবার হৃদয়ে বসত করেন।কেউ প্রকাশ করে আর কেউ নিরবে স্মরণ করে যায়।প্রকৃত সৃষ্টির জনক তার সৃষ্টি থেকে কখনো মুখ ফিরেয়ে নেন না।এখানের তার বড়ত্বের বহিঃপ্রকাশ
সঠিক বলেছেন প্রিয় কবি।স্রষ্টা তো সবার হৃদয়েই অবস্থান করে। নিরন্তর শুভ কামনা।
স প ক গ্রুপের 11 তম জন্মবার্ষিকী উপলক্ষে এই প্ল্যাটফর্মের বিভিন্ন আয়োজনের জন্য, আমি এরপর অন্যতম প্রতিষ্ঠাতা, কবি ও কলামিস্ট জনাব আবুল খায়ের কে আমার অভিনন্দন, শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাই এবং লেখক কবিদের জানাই অকৃত্রিম ভালোবাসা/
Happy birthday to poetry of society.Go ahead.