তেরো বছরে পদার্পণ করলো “সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ” ভারত ও বাংলাদেশের কবিদের কবিতা পাঠের আসর: সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত।
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ ও প্রতিবিম্ব প্রকাশ এর উদ্যোগে সাহিত্য আড্ডা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত।
———————————–
গত ৩০ অক্টোবর ২০২৩ সোমবার বিকাল ৩ টায় প্রতিবিম্ব প্রকাশ ও সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর উদ্যোগে ভারত ও বাংলাদেশের কবিদের কবিতা পাঠ, গান, সাহিত্য আলোচনা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
প্রথম পর্বে-
প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন: কবি শ্যাম সুন্দর সিকদার (চেয়ারম্যান: বিটিআরসি)।
প্রধান আলোচক ছিলেন: বরেণ্য ছড়াকার আসলাম সানী (বাংলা একাডেমি পদক প্রাপ্ত)।
সাহিত্য আলোচনায় অংশ নেন ভারতের লেখক, গবেষক ও কবিতীর্থ সম্পাদক: অমলকুমার মণ্ডল। বাংলাদেশের প্রখ্যাত কবি বৈশ্বিক কণ্ঠস্বর রেজাউদ্দিন স্টালিন। কবি ও অভিনেতা এবিএম সোহেল রশিদ, কবি সামসুদ্দোহা (৬৯ এর ছাত্র নেতা, সাবেক সংসদ সদস্য) দোঁহাকার কবি ইউসুফ মোহাম্মদ, ড. নাঈমা খানম (কবি, গবেষক, সিনেট মেম্বার, ইসি কর্মকর্তা), কবি এটিএম ফারুক আহমেদ (সাবেক পুলিশ সুপার), কবি আসাদ কাজল, কবি জামসেদ ওয়াজেদ, কবি পলক রহমান (মেজর, অবঃ) প্রমুখ।
সভাপতিত্ব করেন: কবি প্রাকৃতজ শামিমরুমি টিটন।
সম্মানিত অতিথি ছিলেন : কবি কবীর হোসেন তাপস, কবি শাহীন রেজা, কবি আবদুর রব, কবি সৌমিত্র দেব, হাসিনা আনছার (রান্ধনশিল্পী)।
উদ্বোধক ছিলেন: রুক্সী আহমেদ (বিশিষ্ট সংগীতশিল্পী), বিভাগীয় প্রধান (ইংরেজি), লালমাটিয়া মহিলা কলেজ।
স্বাগত বক্তব্য রাখবেন: কবি সাঈদা আজিজ চৌধুরী (কবি ও চেয়ারম্যান: সপক ফাউন্ডেশন)।
শুভেচ্ছাজ্ঞাপনে কবি হরষিত বালা, কবি মীর আব্দুর রাজ্জাক (অধ্যাপক, সম্পাদক), কবি শিরীনা ইয়াসমিন, কবি অনিতা দাস প্রমুখ।
ধন্যবাদ জ্ঞাপন করেন: প্রতিবিম্ব প্রকাশের কর্ণধার এবং সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের প্রতিষ্ঠাতা: কবি ও কলামিস্ট আবুল খায়ের।
দ্বিতীয় পর্বে:
কবিতা আবৃত্তি করেন: বাল্মীকি (ভারত), কবি সোহেল আকন নবাব, নায়লা তারান্নুম চৌধুরী কাকলী, ফারহানা তৃণা, শামীমা চৌধুরী এলিস, জাহানারা বুলা, কবি লিজি আহমেদ, আফরোজা মিতা, পিওনা আফরোজ, কবি সুরমা খন্দকার, কবি মাহমুদ হাফিজ, কবি নূরুল হক, কবি হারুনুর রশীদ, কবি এজাজ সানোয়ার, কবি লাবণ্য সীমা, কবি শাহানা সুলতানা, কবি মোহাম্মদ মুজিবুর রহমান বকুল, কবি দেবব্রত ব্যানার্জী, কবি খাদিজা রহমান কল্পনা ও উর্মী নন্দী।
গানের আসর: নজরুল সঙ্গীত পরিবেশন করেন মুন্নী কাদের, স্বরচিত গান পরিবেশন করেন মহুয়া বাবর, অ্যাডভোকেট শিপুল পারভীন, ফরিদা বেগম, মোঃ মুজিবর রহমান বকুল প্রমুখ।
সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ এর ১৩ বছরে পদার্পণে আজীবন সম্মাননা পেয়েছেন যাঁরা:
দুই উপদেষ্টা (০২ জন):
০১) তসলিমা হাসান (কবি, কথাসাহিত্যিক, সমাজকর্মী)।
০২) রুক্সি আহমেদ (বিশিষ্ট সংগীতশিল্পী, )
বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য (১৩ জন):
______
০১) সাঈদা আজিজ চৌধুরী (কবি, সভাপতি: সপক ফাউন্ডেশন)
০২) মহুয়া বাবর (কবি, গীতিকার ও সঙ্গীত শিল্পী)
০৩) শীরীন আক্তার (কবি ও অধ্যাপক)
০৪) অনিতা দাস (কবি ও অধ্যাপক)
০৫) সুরমা খন্দকার (কবি ও সমাজকর্মী)
০৬) ফরিদা বেগম (কবি ও অধ্যাপক)
০৭) খোদেজা বেগম (রত্নগর্ভা মা)
০৮) অমলকুমার মণ্ডল (লেখক, গবেষক, সম্পাদক: কবিতীর্থ (ভারত)
০৯) এটিএম ফারুক আহমেদ, বীর মুক্তিযোদ্ধা, কবি ও সংগঠক।
১০) আহমেদ ফয়সাল (কবি ও সমাজকর্মী)
১১) হাসিনা আনছার (রন্ধনশিল্পী)
১২) সোহেল আকন নবাব (কবি ও সংগঠক)
১৩) ড. নাঈমা খানম (কবি, গবেষক ও সিনেট মেম্বার, ঢা. বি.)
_____
আবুল খায়ের
প্রতিষ্ঠাতা: সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ
উত্তরা, ঢাকা।
অনুষ্ঠান উপস্থাপনায়: কবি শিরীনা ইয়াসমিন ও মঞ্জুরুল হোসেন ঈশা।
পুরো অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন: কবি ও কলামিস্ট আবুল খায়ের (কর্ণধার, প্রতিবিম্ব প্রকাশ) ।
_____________________
প্রতিবিম্ব প্রকাশ ও সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপ (সপক)
বাড়ি ০১, সড়ক ১৪বি, সেক্টর ৪, উত্তরা, ঢাকা।
মোবাইল: ০১৭১৫৩৬৩০৭৯