“সময় যখন থমকে দাঁড়ায়”
মোর্শেদা চৌধুরী এ্যানি
‘গহীন সাগর পাড় হয়ে যখনই কুলে এসে বসি,
নিকষ কালো বজ্রপাত এসে বলে ওগো মাসি।”
“এ কেমন জীবন গো মাসি, কেমনে রইলা বাঁচি?”
“তীব্র ঝরের আঘাতে আঘাতে সারা জীবন মাটি।”
“তোমায় কষ্ট দিতে মজা লাগে তাইতো দিয়ে যায়,”
“তোমার কষ্ট দেখে গো মাসি পরাণ যে কান্দে হায়!”
“তোমার ভয়ভীতি লাগে না কেনো রক্ত মাংস খেলে?”
“রক্ত দেয়া স্বভাব আমার, বলছি একটুখানি ভেবে।”
“খুবলে খেতে পছন্দ ওদের খাঁটি বুকের তাজা রক্ত,”
“শুনছো মাসি, এত যন্ত্রণা পেয়েও কেমনে এত শক্ত।”
“প্রতিবারেই রহমতের প্রভু আমায় দেন দরজা খুলে।”
“শত্রুরাও আনন্দ পাচ্ছে হঠাৎ মনের কান্না দেখে,”
“আহারে মাসি, বেদনায় তো পরাণ যায় জ্বলে পুড়ে!”
“প্রভুর উছিলায় ইনশাআল্লাহ মুক্তি পাবে ক’দিন পরে!”
“হয়তো ক’দিন খারাপ যাবে জানি একটু ধৈর্য ধরছি,”
“মানুষ নামের পশু থেকে আজ বেঁচে থেকেও মরছি!”
“মহান আল্লাহ উদ্ধার করুক সব বিপদ আপদ থেকে”
“তাঁর নিকটেই বলছি সদা, বলি না আর যাকে তাকে।”