সময়ের প্লাবন
রাবেয়া আহমেদ চামেলী
সময় কি জীবনের সঙ্গী?
আমার মনে হয় জড়িয়ে আছে অঙ্গাঅঙ্গি।
জীবনের গতিকে আমরা ধরে রাখতে পারি?
মন পাবনের নৌকা যেন দিচ্ছে পাড়ি।
মনের যত চিন্তা ধারা ঘুরছে সারি সারি
নিজের পথে চলো,কোরেনা বাড়াবাড়ি।
মনের প্রশান্তির জন্য প্রয়োজন
হয় না বাড়ি গাড়ি।
সময় বলে দেয় জীবনের নিঃসঙ্গতার গতি,
ভালবাসার মানুষ কে মনের
অনুভবে রেখেছো সত্যি?
তাতে কিন্তু কার মুছে যায় না ভাবমূর্তি।
প্রিয় মানুষকে হারিয়ে
অনেকেরই জীবনের শুরু হয় দুর্গতি।
তখনই চলে যায় মনের শান্তি।
কারো শূন্যতায় হয় জীবনের ক্ষতি।
মনে তখন ঠাই পায় না আলোর গতি।
গতি বিহীন জীবনে ক্লান্ত হয়েপরি সত্যি
তবুও থেমে যায়না সময়ের প্লাবন
সুখের সমৃতি হয়ে যায় অম্লান।
সময় তার নিজের গতিতে চলমান।