১৫২ বার পড়া হয়েছে
সভ্যতার গায়ে আঁচড়
নাসরীণ রীণা
আদিম বসনে স্বাধীনতা খুঁজছো
সভ্যতার গায়ে দিয়েছ আঁচড়
আধুনিকতা নিয়ে রীতিমত মস্করা
আব্রুকে দিলে কষে এক চড়।
বসনের স্বাধীনতা একান্তই নিজের
তাতে কোনও ক্ষতি নাই
সম্ভ্রম যদি খোয়া যায় তোমার
তার স্বাধীনতা পাবে কোথাই?
দালাল বাজার, লক্ষ্মীপুর।
১ Comment
সুন্দর কবিতা।চলুক।