সভ্যতার কালি
জেবুন্নেছা জেবু
তোমাদের সভ্যতার উলঙ্গপনা দেখে
ইচ্ছে হয় মাটি খুঁড়ে
পৃথিবীর অন্য পাশে লুকিয়ে যাই।
হারিয়ে যেতে ইচ্ছে হয় লোকালয় ছেড়ে,
মানুষ গুলোর যেনো একটুও লজ্জাবোধ নেই।
পৃথিবী শেষ হবে কবে?
কবে শেষ হবে সূর্য উঠা?
সবাই আকাশে উড়তে চায়
আমার ও সাধ হয়।
তাই বলে এতো নষ্টামী?
পৃথিবী জুড়ে সীমা হীন কলম লিখছে
বেশীর ভাগ শরীর আর প্রেম নিয়ে লিখছে,
রাতারাতি খ্যাতি পেতে শুধু আমি পারি না।
কলমে শরীর ক্ষত-বিক্ষত করা,
মা জাতিকে অসম্মান করা আমার সম্ভব হয় না।
মানুষকে কালি দিয়ে উলঙ্গ করা ঠিক না
সম্মান না থাকলে
কিছু ই যে আর বাকী থাকে না,
সবাই জানে যা তা প্রকাশে
কিসের আনন্দ এতো!
তাই যদি সভ্যতার কালি হয়
তবে পোষাক পড়ো কেনো?