জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো সপ্তর্ষি প্রকাশনা উৎসব:
২৯ মার্চ শুক্রবার বিকেল ০৪ টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের মিলনায়তনে অনুষ্ঠিত হলো সপ্তর্ষি প্রকাশনা উৎসব।
অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা।
বিশেষ অতিথি: নাজিমুল ইসলাম মন্ডল (লেখক ও প্রকাশক, ভারত)
সপ্তর্ষি মানে সাতজন কবি-লেখক:
১) কবি, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম (শহিদ আজাদ), ঢাকা বিশ্ববিদ্যালয়
২) কবি, অধ্যাপক ড. শফিক ইমতিয়াজ
৩) কবি, ইঞ্জিনিয়ার ড. কামরুল হাসান (সহকারি অধ্যাপক), ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
৪) কবি, অধ্যাপক তারেক রেজা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
৫) কবি, অধ্যাপক ড. বিনয় বর্মন, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়
৬) পোল্যান্ড প্রবাসী কবি শামছুন নাহার
৭) কবি, কথাসাহিত্যিক তালুকদার লাভলী
উক্ত অনুষ্ঠানে সাতজন কবির সাতটি বইয়ের উপরে আলোচনায় অংশ নেন সাতজন গুণীজন।
কবি, অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম (শহিদ আজাদ), ঢাকা বিশ্ববিদ্যালয়
কবি, অধ্যাপক ড. শফিক ইমতিয়াজ
ছড়াকার আতিক হেলাল
কবি অনিকেত শামীম (সম্পাদক: লিটল ম্যাগাজিন, লোক)।
কবি, অধ্যাপক তারেক রেজা
কবি, অধ্যাপক বিনয় বর্মন, ঢাকা বিশ্ববিদ্যালয়
কবি, অধ্যাপক ড. মোঃ মাহবুব হোসেন (মাহবুব বোরহান), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
কবি, জাহিদ মুস্তাফা, চিত্রশিল্পী ও পরিচালক, বাংলাদেশ টেলিভিশন।
আলোচনার ওঠে আসে লেখার মান ও ইতিবাচক বিষয়গুলো। লেখকগণ আগামীতে আরো বেশি বেশি লেখার উৎসাহ পাবেন বলে আলোচকগণ বর্ণনা করেন।
আলোচনার ওঠে আসে লেখার মান ও ইতিবাচক বিষয়গুলো। লেখকগণ আগামীতে আরো বেশি বেশি লেখার উৎসাহ পাবেন বলে আলোচকগণ বর্ণনা করেন।
কবিতা আবৃত্তি করেন: দেওয়ান সাইদুল হাসান (কবি, বাচিকশিল্পী, সংবাদ পাঠক, বাংলাদেশ টেলিভিশন)।
পারভীন সুলতানা (কবি, বাচিকশিল্পী, সংবাদ পাঠক, বাংলাদেশ টেলিভিশন)।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন: সাবেক সচিব, লেখক, গবেষক ড. সৈয়দ নকিব মুসলিম, সাবেক সচিব তন্ময় হারিছ, ছড়াকার আতিক হেলাল, কবি ও প্রকাশক আবুল খায়ের, মনসুর আজিজ (সম্পাদক: আড্ডাপত্র) প্রমুখ।