২১৩ বার পড়া হয়েছে
সত্য’ই সুন্দর
সুমনা নাজনীন
সমাজে যে তান্ডবলীলা চলছে –
তা দেখে আজ আমরা সবাই বিচলিত।
কেউ কি সাহস করে তার প্রতিবাদ করতে পারছি?
পারছি না কালোকে কালো বলতে
আর সাদাকে সাদা।
আজ যেন আমরা মিথ্যাতেই অভ্যস্ত ,
সত্য কথা বলার নেই কোন অবকাশ।
সত্যকে অস্বীকার করে জীবনে
কে কবে সুখ পেয়েছে !
তা যদি একবার নিজেকেই জিজ্ঞেস করি,
কোন উত্তর নেই।
সত্য যেমনই হোক তা মেনে নেওয়া
কঠিন হলেও পরিণতিটা
সুমধুর- প্রশান্তির।
তাইতো প্রতিটা ধর্ম গ্রন্থেই
সত্যের প্রতি তাগিদ দেওয়া আছে,
মিথ্যাকে ঘৃণা করা হয়েছে।
তাই চলো আমরা মিথ্যাকে দুহাতে ঠেলে
সত্যকে কাছে টেনে নেই –
জাতিতে, ধর্মে, বর্ণে নির্বিশেষে।