আজ লেজেন্ডারি সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরীর জন্মদিন।
দেশবরেণ্য শিল্পী মাহমুদুন্নবীর তিন মেয়ের মেঝো মেয়ে সামিনা চৌধুরী। তার জন্মদিনে বড় বোন সঙ্গীতশিল্পী ফাহমিদা তার ফেসবুকে ছোট বোনকে শুভেচ্ছা জানিয়েছেন পরম ভালোবাসায়।
ফাহমিদা লিখেছেন- ‘আজ সবার প্রিয় সামিনা চৌধুরীর জন্মদিন ।
ওর জন্য সবাই দোয়া করবেন।
যেন সবার ভালোবাসায় আরো ভালো গান গাইতে পারে। ভালো মানুষ হয়েই জীবন যাপন করছে, তেমনি যেন সহজ জীবন যাপন করতে পারে।
রাত ১২:০১ মিনিটে পরিবারের যে যে পেরেছে শুভেচ্ছা জানিয়েছে ।
পরিবার পরিজন এবং অগনিত ভক্ত-শ্রোতা যারা শুভেচ্ছা জানাচ্ছেন,
তাদের সবাইকে জানাই অনেক ভালবাসা…’
রাতে কেক কেটে সামিনা চৌধুরীর জন্মদিন উদযাপন করেন তার পরিবারের সবাই। আজ সারাদিন সবার ভালোবাসায় দিনটি কাটাবেন- এই শুভ কামনা। নিউজজি২৪-এর পক্ষ থেকে সামিনা চৌধুরীকে জন্মদিনের নিরন্তর শুভেচ্ছা।
সকালে ফোনে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ধন্যবাদ জানিয়ে সামিনা চৌধুরী বললেন- ‘একটু আগেই ঘুম থেকে উঠলাম। একজনকে একটা গাছ অ্যাভাকাডো গাছ উপহার দিবো। এতক্ষণ ওটাকেই সাজালাম। রাত ৩টা পর্যন্ত ফাহমিদা আমাদের সবাইকে জাগিয়ে রেখেছে। আমরা কেক কেটে একটু আড্ডা দিলাম। তবে এবার আমার জন্মদিনটা আমি পালন করছিনা দেশের এই বন্যা পরিস্থিতির জন্য। আমার খুব খারাপ লাগছে। বন্যার্তদের জন্য কিছু করতে পারলেই ভালো লাগবে’।
এরপর সামিনা চৌধুরী আরেকটু যোগ করে বললেন- ‘সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমাদের সব শিল্পীদের জন্য দোয়া করবেন। শ্রোতাদের জন্যই গান গান করি আমি। তাদের জন্য যেন আজীবন গান করে যেতে পারি- এটাই চাওয়া’।