১৯৬ বার পড়া হয়েছে
সকালটা আজ একলা ভীষণ
বনানী আলম
সকালটা আজ একলা ভীষণ,ভাবছে বসে মেয়ে
মনখারাপের মেঘ জমছে আকাশ ছেয়ে ছেয়ে
স্মৃতিগুলো ভাসছে হাওয়ায়,আসছে পিছু ধেয়ে–
সূর্যমামা আলোর রথে পাঠালো কোন চিঠি!
ঝুলবারান্দার সকালটুকু হাসছে মিটিমিটি
রোদের সাথে ছায়ার সেথায় চলছে খুঁনসুটি;
রেলিং বেয়ে তরুলতার রঙিন ফুলেল সাজ
টবের বাসায় ঝুলে ঝুলে নাচছে সবুজ গাছ
পুচ্ছ নেড়ে কাটছে সাঁতার, অ্যাকুরিয়ামে মাছ–
খুশির হাওয়া উড়িয়ে ধুলো আকাশ দিলো ছেয়ে
মনখারাপের মেঘগুলো সব হাসছে চেয়ে চেয়ে
সকালটা হঠাৎ পাল্টে গেছে, চমকে ওঠে মেয়ে!