১৪৩ বার পড়া হয়েছে
শ্যামের বাঁশি
নাজনীন আহমেদ
আমার নামটি ধরে ডাকে বাঁশি
মানেনা সে দিবা নিশি।
তার বাঁশির সুরে হইযে পাগল
মন যে আমার হয় উদাসী !
সেযে বাজায় নিঠুর বাঁশি
মন থাকেনা ঘরে বসি।
ব্যাকুল হয়ে যায় ছুটে মন
নিজেই গলায় পরি ফাঁসি !
তার বাঁকা চোখের চাহনীতে
কাঁপে বুকের মাঝখানেতে
আমি তখন যাই হারিয়ে
তার প্রেমের যমুনাতে।
উতাল পাতাল ঢেউয়ের তোড়ে
আমায় সে যে নিঃস্ব করে
ঘুমের ঘোরে স্বপ্ন দেখি
শ্যাম বুঝি ঐ গেলো ফিরে!
মন যে আমার রয়না ঘরে
রাই’য়ের এ মন যায় যে উড়ে।
জাত কুল মান সবই গেলো
চোঁখ থেকেও অন্ধ হলো।
ছল করে জল আনতে তাই
যখন তখন যাই যমুনায়।