১৮৬ বার পড়া হয়েছে
শৈশব বেলা ছিলো ভালো।
মাসুম বিল্লাহ।
শৈশব বেলা ছিল ভালো,
করেছি কত খেলা।
কিশোর বেলা সোনালি দিন,
কর না তো হেলা।
আঁকাশে যে মেঘ জমেছে,
রাতে দেখা তাঁরা।
আপন ছিল অনেক মানুষ,
পর হল আজ তারা।
সকাল গেল সন্ধ্যা গেল
কেঁটে গেল বেলা।
দিন শেষে দেখতে পাবে
তুমি শুধুই একেলা।
আজকে তুমি ছোট শিশু
কাল কিশোর বেশ।
তোমার হাতে গড়ে ওঠবে
সোনার বাংলাদেশ।