শেষ অবশেষ
জাহানারা বুলা
অনেকটা পথ পেছনে ফেলে এসে বুঝলাম
তুমি ঠিক ভালোবাসো না আমাকে
টুকটাক কথা দিয়ে সম্পর্ক টিকিয়ে রাখাই তোমার উদ্দেশ্য
কেননা সম্পর্ক খাটিয়ে খাওয়ার কিছু তো ফায়দা আছে।
কিন্তু, টিকে থাকার জীবন যে যন্ত্রনাবিদ্ধ
আমি তাই বেঁচে থাকতে চেয়েছিলাম তোমার সমীপে।
তোমার ছেলে ভোলানো কথা
প্রতিটি সম্পর্কের প্রয়োজনীয়তার কথা বুঝে গেছি
এখন আর আমারও তোমাকে ভালোবাসতে
ভালো লাগছে না মোটে।
তুমি তোমার এই অভিক্ষিপ্ত সম্পর্কের বড়শিতে
অন্তত আমায় তো গেঁথে রাখতে পারবে না
ভালো বাসবে বলেছিলে ভালোবাসা চেয়েছিলে
অথচ, মধ্যবর্তী পাশ বালিশের অভ্যস্ততা
তোমায় ছাড়ে কই!
অভ্যস্ততা ভালোবাসার চেয়েও জীবনঘনিষ্ঠ
তুমি অভ্যস্ততার রেশনিংয়ে’ই জীবনযাপন গড়ে তোলো
আমি বরং চিতার ভস্ম হয়ে
মিলিয়ে যাই বাতাসের সাথে
ভালোবাসা পুড়ে যাওয়ার শেষ অবশেষ-
হাওয়ায় গুঞ্জরিত গুঞ্জরন মাত্র
ওইটুকু আমার থাকুক।
২৯ জুলাই, ২০২২
ঢাকা।