২,২৬০ বার পড়া হয়েছে
শূন্যতায়
অতসী চক্রবর্তী ঠাকুর
কোন হাওয়ায় মিশে যায় সত্যের মিমাংসাটা!
ডানামেলা উত্তরে জন্ম নেয় যত বিশ্বাস ঘাতক
বিজ্ঞাপনের লড়াই আর রং করা রোদ্দুর দিয়ে
শিল্পের কার্পেট কালচার
মাটির তলায় গড়াগড়ি যায় বিনোদনের সুতো
রুক্ষতার পেশীবহুল স্পর্ধা আর বেলেল্লাপনা-ই সম্পূর্ণ ক্রেডিট
বাতাসের চোখ যেন নারীর হাসি
ঘন অন্ধকারে বিস্তর চ্যাঁচামেচি
অঙ্ক শাস্ত্রে প্রাণের অধিক অপারগতা
আমজনতা শুধু ভাবে আর ঘুমায়
সত্যের দিকে পৌঁছানো যায় না…