শুধু তোমার প্রতিক্ষায়
রওশন আরা
ভালোবেসে একটু স্পর্শ করেই দেখো…
মাইনাস জিরো ডিগ্রী ফারেনহাইটেও নায়াগ্রার জলপ্রপাত এর মতো ঘামতে থাকবো…
ইচ্ছে করলেই মাঝে মাঝে আচমকা চলে আসতে পারো সামনে,
তাহলে হার্টের পরীক্ষা করানোর জন্য ইসিজির পয়সা অন্তত বেচে যাবে।
যদি কলমে দু-চারটে লাইন লিখ আমাকে উদ্দেশ্য করে;
দেখো আমার মন বাগানে হাজার কোটি কবিতার জন্ম হবে।
গভীর রাতে হঠাৎ যদি তোমার নাম্বার আমার মোবাইল স্কিনে ভেসে উঠে
তবে নির্ঘুম রাতে তারা ভরা আকাশ বিলিয়ে দেব সমগ্র পৃথিবীকে।
তুমি চাইলেই একটু ভালোবাসা দিতে পারো,
যে ভালোবাসা হারিয়ে আমি বহুবছর এই মাটির পৃথিবীতে ফেরারী হয়ে বেঁচে আছি
তুমি চাইলেই আমাকে আমার মাঝে ফিরিয়ে দিতে পারো;
আর নিজের জন্য নিয়ে যেতো পারো
এক ঝর্ণা ভরা পাহাড়ের খুশি।
অমিলান্দ কঠোর কঠিন পৃথিবীতে একাকী বেঁচে থাকাটাই যে এক বড় চ্যালেঞ্জ তা তোমাকে অনুভব করার আগে বুঝিনি;
তুমি শিখিয়ে গিয়েছিলে দূরে বহুদূরের চাঁদের আলো কেমন করে উষ্ণতা দেয়,
কেমন করে ঝরা পাতায় লেপটে থাকে নতুন কুঁড়ির স্বপ্ন।
আজ স্বপ্ন বিভোর চোখ দুটি মেলে শুধু চেয়ে আছি শুধু তোমার প্রতিক্ষায়,
তুমি আসবে তো!