১৫৯ বার পড়া হয়েছে
শুধু তোমারি জন্য
।। কিশোয়ার জাহান ।।
আমি তোমার কবিতার ছন্দ হবো
যদি হও তুমি প্রেমের কবি।
তোমার রঙিন তুলির মাধুরীতে
আমি হবো ফ্রেমবন্দী ছবি।
যদি তুমি বরষার দিন হও
আমি হবো শ্রাবণ বারিধারা,
হও যদি তুমি ফাগুন বাতাস
আমি হবো আগ্নিঝরা কৃষ্ণচূড়া।
আমি হবো সাদা খন্ড মেঘ
যদি তুমি হও নীলাকাশ।
তুমি যদি হও পাহাড়ি ঝর্না
আমি হবো নুড়ি পাথর।
বয়ে চলা পানির অঝোর ধারায়
রিনিঝিনি শব্দের ধ্বনি,
তোমার নিরব মন পিঞ্জরে
আমার সুপ্ত চঞ্চল বাণী।
তুমি যদি হও সাগরের চোরাবালি
আমি হবো নীল ঢেউয়ের গর্জন,
তোমার গোপন বাসনায়,
আমার কামনার হবে বিসর্জন।