শুধু তুমি
তসলিমা হাসান
দুর্ভিক্ষের এই শহর,
তোমার নেশায় বুদ হয়ে আছে!
রাত কাটে, দিন কাটে, জীবনও কাটে!
কিন্ত তোমার নেশা কেন কাটে না?
তোমার অভাব কেন কাটে না।
কখনো তুমি একটু সুযোগ পেলে,
জানালা দিয়ে রাতের আকাশ দেখো।
আমি দূর আকাশে বসে তারার মেলায় মিশে রাত জাগি,
অপেক্ষার প্রহর গুনি তোমার!
চাঁদের কাছে বলি তোমার কথা।
তুমি যত্ন করে কুড়িয়ে নিও আমায় ঝড়ে পড়া শিউলি ফুলের মতো,
শরতের মেঘেরা যেমন উড়ে এসে ছুঁয়ে দেয়,
কাশফুলের স্পর্শ যেমন উঞ্চতা ছড়ায়,
ঠিক তেমনি আমাকে ছুঁয়ে দিও তুমি বাতাসের মতো মৃদু স্পর্শে।
তোমার চোখে ভীষণ মায়া,
তুমি এসো, কিছুটা সময় আমার পাশে বসো!
খানিক ক্ষণ আমার চোখে চোখ রাখো,
হাতে হাত রেখো!
এই শহরে রাত্রী নামে রোজ,
রাত কেটে যায় চাঁদের সাথে বসে!
একটা তুমির ভীষণ অভাব আজ,
দূর করে দিও তুমি এসে!
সত্যি এখন আমার একটা তুমি চাই।
________________
তসলিমা হাসান
কানাডা, ৩১-০১-২০২৩