১৬৮ বার পড়া হয়েছে
শীত এলো
শাহজাহান আবদালী
শীত এলো থরথরিয়ে
শীত এলো দেশে
শীত এলো ঠকঠকিয়ে
হিমবুড়ি বেশে।
শীত এলো গায়ে দিয়ে
কুয়াশার কাথা
ভোর রোদে পাখিগুলো
নুয়ে রাখে মাথা।
সূর্যের মিঠে রোদে
পিঠখানা মেলে
আঙিনাতে বসে থাকে
কৃষকের ছেলে।
শীত এলো সাথে নিয়ে
রসেভরা হাড়ি
পিঠাপুলি ঘরে ঘরে
মেতে ওঠে বাড়ি।
শীত এলো শীত এলো
বাংলার গ্রামে
শীত এলে কত পাখি
বিলে-ঝিলে নামে।
শীত এলো শীত এলো
ঠকঠক করে
এই শীতে আমনের
মাঠ যায় ভরে।