শীতের রাতে
তসলিমা হাসান
মাঘের শীতে দিচ্ছে ছোবল এমন
কেন ডাক?
মাঘের শীতে বাঘ যে কাঁপে প্রবাদ
আছে তার!!
শীতের হাওয়া এমন হাওয়া লাগছে
বেশি বেশি ঠান্ডা!
রাতের বেলায় শীতের দিনে বাড়ছে
তার প্রচন্ডতা!!
কেউ বা পরছে কোর্ট প্যান্ট কেউ বা গায়ের
শীতের চাদরে,
বস্তিতে যারা বাস করে তাদের অবস্থা
কেমন?
হয়তো ছেঁড়া কাথা মুড়িয়ে পরে
আছে–
তাদের ছোট ছেলেটা।
হয়তো কেহ একখানা কম্বল দিয়েছিলো
সেটা আছে জড়িয়ে –
নাহতো রাস্তার পাশে আগুন জ্বলিয়ে শীত
হরনে নিচ্ছে সেক?
দেশবাসী যখন লেপ মুড়িয়ে ঘুমে আছে
অচেতন —
গরিব দারিদ্ররা ব্যাকুল শীত তাড়ানো তরে,
আগুন জ্বলিলে গা করছে তারা গরম।
কোন শিশু ঘুমিয়ে আছে স্টেশনে কোণায়
হয়তো কোন মানবিক সংগঠন দয়া করে কম্বল
দিয়ে যায়।
শীত বস্ত্র বিতরণ করে কেউ বা
তোলে ছবি –
শীত কাতর মানুষের শীত বস্ত্র পেয়ে হয়
খুশী!!
আর যাদের টাকা আছে বিত্তবান
তারা বিতরণ করে ছবি উঠি
হয় খুশী!!!
এই হলো মানুষ মানুষের নিয়তি।।।
____________
তসলিমা হাসান
কানাডা, ১৯-০১-২০২৩
২ Comments
শীতকাতর আমার মত যারা তাদের ভালো লাগার মত কবিতাটা।কম্বলের গরম ওমে ভিতরে থেকেও শীত অনুভব হচ্ছিল আর কবিতাটি পড়তে পড়তেই ভাবছিলাম শীতের শৈশবের দিনগুলির কথা।চমৎকার লিখা পড়লাম মনযোগ দিয়ে। ভাল লিখেছেন।যা বলতে চেয়েছেন সেটাই ফুটেছে।আরো লিখুন। যান।
অসাধারণ।