১৮০ বার পড়া হয়েছে
শীতের প্লাবন
(ফয়জুর রহমান)
১০/১২/২০২১
মুখের কথার ক’জন হিসেব রাখে
কালের করাল হারায় পথের বাঁকে।
দিনের পোশাক সাঁঝের নিকষ কালো
সাদায় কালোয় অনেক লিখন হলো।
সেই কবেকার ভাসান চাঁদের তিথি
বুকের ভিতর ঘুমোয় পাগল হাতি।
নিঝুম প্রণয় ছাতিম পাতায় ঝরে
মেঘের তড়িত কাঁপায় রাত দুপুরে।
যায়-যায় দিন আপন কথার স্রোতে
শীতের প্লাবন পোষের কাছের ক্ষেতে।
যায় নিদারুণ পুরনো কালের বাণী
শীতের ভীষণ সহায়-হীনের হানি।
মানবজমিন শীতের প্লাবন দেশে
হায় অসহায় শোকের ফসল ভাসে।
কোথায় সে ঘর গভীর হৃদয় রাখে
রোদের কিরণ গরিব ঘরের ফাঁকে।
London/UK; লন্ডন / যুক্তরাজ্য
২ Comments
সুন্দর কবিতা
সুন্দর