১৮৭ বার পড়া হয়েছে
তিন পঙক্তি
হুমায়ূন কবীর ঢালী
এক।
জীবনে জীবন ঘষে হয়ে যায় খাক
সবই পূরণ হয় থেকে যায় ফাঁক
কতক গোপন থাকে কিছু রাখঢাক
মৌচাকে ছুড়ো না ঢিল ভেঙে যাবে চাক।
দুই।
কিছু পথ পথেই হারিয়ে যায়
কিছু পথ হারায় তাহার বাড়ি
কিছু পথ বেপথের দিকে ধায়
কিছু পথ আত্মমগ্ন আনাড়ি।
তিন।
প্রাণীরা উদোম হাঁটে, জাতিতে খবর নেই
মানুষ বেরুলে হাটে অন্যরা উঁকি দেবেই
গাছে আর মানুষের এই হলো ব্যবধান
পেছনে গোয়েন্দাগিরি সামনে দীর্ঘ সালাম।
প্রথম প্রকাশ:
২২ আগস্ট, ২০১৭, সকাল ০৯.০৯ মিনিট।
নিউইয়র্ক
২ Comments
সম্পাদককে ধন্যবাদ
আপনাকেও নিরন্তর শ্রদ্ধা