আত্ম-পরিচয়
রহীম শাহ
তোমরা জানতে চাও কি আমাকে–কোথা থেকে আমি এলাম?
কোথায় জন্ম, কী করে আমার নামধাম খুঁজে পেলাম?
কে আমার মা, কে আমার বাবা–তোমরা জানতে চাও?
বলছি, বলছি–শোনো, সবটুকু লিখে নাও, লিখে নাও।
আকাশকে দেখো, সাগরকে দেখো–দেখো সবুজের বুক
দেখো, দেখো ওই আকাশের তারা সুহাসি চাঁদের মুখ;
সন্ধ্যাকাশের লালরং টিপ রাতের জোনাকিগুলি
পদ্মা মেঘনা যমুনা সুরমা শঙ্খ কর্ণফুলী
আর ওই পাখি, রাঙা রাঙা ফুল পাহাড়ের নীল তনু
সকালের রোদ, নিঝাপ দুপুর বিকেলের রংধনু,
উড়ে আসা মেঘ–যাদের রয়েছে নানান রঙের ডানা
ওই প্রজাপতি-ফুলের শরীরে প্রতিদিন দেয় হানা
ওই দেখো বিল, হাওর-বাঁওড় জলাশয়, ধানিমাঠ–
যুগ যুগ ধরে যারা দিয়ে যায় জীবনের সব পাঠ।
ওরা যে আমার প্রিয় ভাইবোন স্বপ্নিল ভালোবাসা
ওদের সঙ্গী হওয়ার জন্য এখানে আমার আসা।
আমার ঠিকানা? বাংলা নামের শ্যামল শীতল পাটি
জননী আমার সেই সে দেশের রক্তে রাঙানো মাটি।
জাতির জনক আমাদের শেখ মুজিবুর রহমান
লাল-সবুজের পতাকায় আমি পেয়েছি অমর প্রাণ।
১ Comment
অসাধারণ কবিতা। মনযোগ দিয়ে পড়লাম। সুখপাঠ্য। আমি খায়ের ভাইকে ধন্যবাদ দেবো এমন সুন্দর কবিতা পোস্ট করার জন্য। ধন্যবাদ কবি, ধন্যবাদ প্রকাশক মহোদয়।