২৫৮ বার পড়া হয়েছে
পরীর দেশে।
আফরোজা জেসমিন।
পরীর দেশের নিয়ম কানুন
খুকুর নেই যে জানা,
খুকুর সাধ পরী হবে
লাগিয়ে দুটো ডানা।
পরীর মতই উড়বে খুকু
ফুল ফোটাবে বনে,
সারাদিনই করবে খেলা
ফুলপরীদের সনে।
ঘুমের ঘোরে নকল ডানায়
যেই না উড়লো খুকু,
খাটের নিচে পড়ে সে তো
পেল ভীষণ দুখু।