নেপালের খ্যাতিমান শিশুসাহিত্যিক বিজয় রাজ আচার্য এবং বাংলাদেশের শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর যৌথ শিশুকিশোর গল্পগ্রন্থ FRIENDS OF ANGEL-এর প্রকাশনা অনুষ্ঠান।
২৯ নভেম্বর মঙ্গলবার, রাজধানীর কাঁটাবনস্থ কবিতা ক্যাফেতে সার্কভুক্ত দেশের সাথে সাহিত্য ও সাংস্কৃতিক যোগাযোগ সুদৃঢ় করণের লক্ষ্যে বাংলাদেশ শিশুসাহিত্যিক ফোরাম আয়োজিত সংগঠনের সভাপতি হুমায়ূন কবীর ঢালীর পরিচালনায় হেমন্তের ছড়া-কবিতা পাঠ, আড্ডা-আলোচনা ও নেপালের খ্যাতিমান শিশুসাহিত্যিক বিজয় রাজ আচার্য এবং বাংলাদেশের শিশুসাহিত্যিক হুমায়ূন কবীর ঢালীর যৌথ শিশুকিশোর গল্পগ্রন্থ FRIENDS OF ANGEL (প্রকাশকঃ বিবেক সৃজনশীল পাবলিকেশন্স, কাঠমুন্ডু, নেপাল) এর পাঠ উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে নেপালের শিশুসাহিত্যিক বিজয় রাজ আচার্য, পশ্চিমবঙ্গের লেখক মানিক পণ্ডিতসহ বাংলাদেশের শিশুসাহিত্যিক, কবি-সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন। এছাড়া যেসকল শিশুসাহিত্যিক-কবি ও লেখক উপস্থিত ছিলেন, তাঁরা হলেন: আসলাম সানী, সুজন বড়ুয়া, আহমেদ জসীম, তাহমিনা কোরাইশি, বিলু কবির, সৈয়দ মাজহারুল পারভেজ, নুসরাত জাহান, কাজী আনারকলি, ড. নাঈমা খানম, কবীর হুমায়ুন, শেলী সেনগুপ্তা, জ্যোতির্ময় সেন, লুৎফর চৌধুরী, আনিস মুহম্মদ, রমজান মাহমুদ, রনি অধিকারী, নূরুন্নাহার ডলি, অমিত কুমার কুন্ডু, আবুল খায়ের, শেখর বালা, আবু নাসের, এজাজ সানোয়ার, শিব্বীর আহমেদ, শেখ নাজনীন, বিপ্লব হোসেন, হৃদয় ঢালী, নাবিলা ইয়াসমিন মোনালি, নাদিরা খানম, মো. আবদুর রাজ্জাক, রিয়াজুল ইসলাম, মেহেদী হাসান ও অনিরুদ্ধ কবীর অন্বয়।
উপস্থিত লেখকগণ বাংলাদেশ, ভারত ও নেপালসহ সার্কভুক্ত দেশসমূহের শিশুসাহিত্যিকদের সঙ্গে যোগাযোগ ও প্রতিটা দেশের শিশুসাহিত্যের পরিচয় তুলে ধরে এজাতীয় অনুষ্ঠান বেশি বেশি আয়োজনের উপর জোর দেন।
অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনায় ছিলেন: হুমায়ূন কবীর ঢালী।