শিক্ষক সম্মান
জায়েদা আনোয়ারী মিনু
আমি বাকরুদ্ধ মন অবরুদ্ধ যন্ত্রণার যাতাকলে
বিবেক লুণ্ঠিত পৃথিবী বিস্মিত শিষ্টাচার রসাতলে।
হায়রে একি শুনি সোনার দেশে!
শিক্ষকতা লাঞ্চিত কুণ্ঠিত বেশে।
শিক্ষক মোদের জাতির সম্মান আলোকশিখা প্রাণের
তাঁদের লাঞ্চনা করিস রে যারা ঘৃণা জানাই তাদের।
জন্ম যেথায় হোক না যথাতথা
শিক্ষক দেন জীবনে সার্থকতা।
শিক্ষক শেখান জীবন আদর্শ সঠিক জীবন দিশা,
জ্ঞানের মশাল জ্বালিয়ে ভুবনে জ্ঞানেতে জাগান তৃষা।
শিক্ষক মোদের পথ প্রদর্শক
মূর্ত প্রতীক সততার শাসক।
শ্রদ্ধায় মস্তক করি অবনত অবগুণ্ঠিত হৃদয়ে
শিক্ষক সম্মানে সন্ত্রাস দমনে সংগ্রামী হই নির্ভয়ে।
ইতিহাস সাক্ষী জনশ্রুতি আছে
শিক্ষক সেরা বাদশাহের কাছে।
যুগে যুগে তাই জ্ঞানীরা সবাই দেন শিক্ষক সম্মান
সম্পদ সম্পত্তি তুচ্ছজ্ঞানে তাই শিক্ষকের ভরে প্রাণ।
শিক্ষকের কাছে নাই ব্যাবধান
ধনী-গরিব সব ছাত্র সমান।
সমান দৃষ্টিতে সফল সৃষ্টিতে স্নেহ সজাগ প্রাণ
নিঃস্বার্থ মঙ্গল ছাত্রের তরেতে শিক্ষক করেই যান।
শিক্ষক দেন আদর ভালোবাসা
ছাত্রের তরে সফলতা প্রত্যাশা।
সন্তান সমান ছাত্রকে শাসন শিক্ষকের ও দ্বায়িত্ব
কেমনে করিস তাঁকে অপমান রাখিস অবহেলিত।
আছে যত ডাক্তার ইঞ্জিনিয়ার
মন্ত্রী নেতা আর জজ ব্যারিস্টার,
হোকনা যতই সেরা গুণীজন তারা শিক্ষকের দান
তাইতো সবাই দ্বিধাহীন চিত্তে দেব তাঁদের সম্মান।
শিক্ষাই জানি জাতির মেরুদণ্ড
শিক্ষক ছাড়াও শিক্ষাক্ষেত্র ভন্ড।
সেই শিক্ষকেরে তোরা নির্বিকারে করিস রে অপমান
মানবতা আজ কোথা গেলো চলে, শিক্ষকের কাঁদে প্রাণ
জেগে উঠি তাই সবাই আপ্রাণ
সন্ত্রাসী দাপট হোক অবসান
ছাত্রের আঘাতে শিক্ষক সম্মান হতে দেব নারে বলি
দৃঢ় মনোবলে আমরা সকলে হাতে হাত রেখে চলি।
২ Comments
অভিনন্দন
very good job; congratulations.