১৭১ বার পড়া হয়েছে
মিতালী
শাহ নাজমুল হুদা
সৃষ্টির অপরূপতা মিলে মিশে একাকার,
সাদা- কালো মেঘের আনমনা ছোঁয়াছুঁয়ি,
ঘাসের গায়ে লেপ্টে থাকা শিশির বিন্দু,
মাছরাঙ্গার হৃদয়হারী বরণ এর পাশে
বিভীষিকাময় আবহ নিয়ে কটমট চোখে
বসে থাকা নিরীহ পেঁচক,
কোথায় যেন মিলের সঙ্গীত বেজে ওঠে।
তোমার উচ্ছ্বাস, উচ্ছ্বল সুগঠিত তনু
আর ঝাকানাকা বেশবাস।
লালাভ আবরণ জুড়ে ভোরের স্নিগ্ধতা,
কি রাজযোটক মিল।
আকাশ স্তব্ধ হয়,
পাহাড়ী সবুজ বিবমিষায়
হারিয়ে ফেলে খেই,
তার সর্বাঙ্গে মিতালী পাতানো ঢেউ।