১০৯ বার পড়া হয়েছে
জনম জনম
শাহেদ ইকবাল
বনলতা সেন নেই
সুরঞ্জনাও নেই
অমিত-লাবণ্য কেউ নেই।
তুমি আছো আমি আছি
হৃদয়ের কাছাকাছি।
মেঘদূত মেঘ হয়ে যাক উড়ে যাক
মহাকাল ঘুরে যাক আরও ঘুরে যাক
নদীগুলো বয়ে যাক
বালুচর ক্ষয়ে যাক
ভালোবাসা রয়ে যাক
জীবনের পাশাপাশি।
দু’দিনের খেলাঘর থাক পড়ে থাক
বকুল-হাসনাহেনা যাক ঝরে যাক
হিমালয় গলে যাক
সূর্যটা ঢলে যাক
কেউ শুধু বলে যাক-
‘ভালোবাসি-ভালোবাসি।’