সুন্দরতম
শাহানা চৌধুরী
সুন্দরতম এসেছো পথ ভুলে
নব সূর্যের আলো বরণ করিয়া
এসেছো প্রিয় মোর তরে।
ছিলাম আমি ঘুম ঘোরে তুমি
এলে ভালোবাসার রথে চড়ে,
একবার থামিলে মোর বাতায়নে।
চেয়েছিলে মোর পানে,
করুন নয়নে
সুন্দরতম এসেছো পথ ভুলে।
তোমার আমার এই বিরহ প্রিয়
এক জনমের নহে ,
চাই যে তোমায় যতো কাছে
দূরে দূরে তুমি রয়েছো যে,
পাই না কাছে হিয়ার মাঝে
পাই যে দেখা,
মোর নয়ন মুদিলে —
আর নয়নে রয়েছো তুমি
হৃদয় গহীনে।
সুন্দরতম এসেছো পথ ভুলে।
বিধাতার অভিশাপ, তাইতো মোরা
বাধিব না ভালোবাসার ঘর,
শুধু পথ চেয়ে থাকি,
নীরবে কাঁদি, কেঁদে কেঁদে নিভে
যাবে জীবন প্রদীপ,
সুন্দরতম এসেছো পথ ভুলে।
লেখক: ইটালী প্রবাসী
১ Comment
congratulations.