আমার জাদুঘর
শাহনাজ পারুল
আমার একান্তই আমার একটি
জাদুঘর আছে
হৃদয়ের ঠিক মাঝখানে
হৃদপিন্ডের গভীরে নির্মাণ করেছি
আমার জাদুঘরটি ।
স্তরে স্তরে সাজিয়ে রেখেছি
তোমার স্মৃতির স্তম্ভ
জাদুঘরটির সন্ধান পৃথিবীর
কেউ জানে না
কোন পর্যটক কিংবা কোন
প্রত্নতাত্ত্বিকও না ।
জানে শুধু আমার পুড়ে পুড়ে ছাই
হয়ে যাওয়া এই পোড়া কলিজাটায়
একান্তই আমার জাদুঘরটিতে
সাজিয়ে রেখেছি তোমার
আলিঙ্গনের নিবিড় মুহূর্তগুলো
সাজিয়ে রেখেছি তোমার আমার
মহাকাব্য একান্ত অবগাহনের
এক একটি অধ্যায় ।
সাজিয়েছি তোমার গায়ের ঘ্রাণ
যে ঘ্রাণ শুঁকে শুঁকে আমি
সুখে নিদ্রা যেতাম।
আরো সাজিয়েছি তোমার আলতো
ভালোবাসার দুই হাতের স্পর্শ
যতন করে রেখেছি
তোমার আমার যৌবনের
আঠারোটি বসন্তকে ।
শুধু তোমার আনন্দ টুকুই রাখেনি
স্বার্থপরের মত
তোমার কষ্ট টুকুও রেখেছি যতন করে
আমি তো একেবারে কাছ
থেকে দেখেছি তোমার
সহজ সরল মনের কঠিন চিৎকার।
২৪-১১-২০২০
সুখে থাকার ভান
সুখে থাকার ভান আর কত করবো
এই জগত সংসারে
গুমড়ে গুমড়ে মনের ভিতর যে
পচন ধরেছে।
কত সোনালি স্বপ্ন ছিল ভাসিয়ে দিয়েছি
মেঘনার জলে ঢেউয়ে ঢেউয়ে ভেসে
গেছে স্রোতস্বিনী নদীর বুকে।
হৃদয় সমুদ্র সারাক্ষণ সুখহীন ভাবে কাটে
নাটাই ছেঁড়া ঘুড়ি শূন্য মনে শূন্য ঘরে
চুপটি করে বসে থাকে ।
মিছেমিছি সুখী হওয়ার ভান আর
কত করব ক্লান্ত চাষার মতো ।
দাউ দাউ করে পুড়ে ছাই হয়ে গেছে
মনের অরণ্য শুকিয়ে মরুভূমি হয়ে
গেছে চোখের নোনতা জলও,
বুকের ভেতর থেকে সুখের পাপড়িগুলো
চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলে-
পুষ্পের পুষ্পরনে নিজেকে রাঙাতে চাই,
নিঃশ্বাসে ছড়াতে চাই সুখের ঘ্রান।
মনের শক্তি
মনের শক্তি বড় শক্তি
সে শক্তি আর আমার নেই
হৃদয় গৃহের ভাঁজে ভাঁজে
হারানোর ভয়েরা লুকিয়ে আছে .
মনের শক্তি বড় শক্তি
সে শক্তি আর আমার নেই
কুমিরকে দেখলে ঢোঁড়া সাপের
যেমন কাপঁন উঠে
তেমনি কেঁপে ওঠে জীবন বাজি রাখা
আমার সাহসী এই মন।
মনের শক্তি বড় শক্তি
সেই শক্তি আর আমার নেই ।
জ্বলন্ত অরণ্যর ক্রন্দন দেখে
প্রকৃতি যেমন চিৎকার করে উঠে।
তেমনি কষ্টের ভেলায় একাকী
ভাসতে-ভাসতে ক্ষতবিক্ষত
এই হৃদয়ও অকারনে চিৎকার করে
মনের শক্তি বড় শক্তি
সে শক্তি আর আমার নেই
তেত্রিশ বছরের শাশ্বত জীবনকে
আমি গুমরে গুমরে কাঁদতে দেখেছি ।
এখন পাথরের মূর্তির ন্যায় হয়ে আছে মন
জীবন যুদ্ধে পরাজিত হয়ে
সাদা কাপড়ে অপেক্ষায় আছে দেহ।