একটি অণুগল্প
সময় আমাকে সামনে টেনে নিয়ে যায়
আর আমি পিছনে শত শত মাইলে পাঠ টু পাঠ নিজেকে ফেলে আসি।
কে নিবে কুড়িয়ে আমাকে ছেঁড়া পাতার কবিতার ঘরে?
কে আমাকে আশ্রয় দিবে গদ্যের আসরে?
কে আমাকে বুঝে নিবে খুচরা মুদ্রার মতো
যা বোঝেনি উদয়বেলায় সেই ভোরের আলোর গভীরে
অস্তবেলার অন্তিম বেদনা।
হ্যা গো সন্ধ্যামালতী
এ অবেলায় কার রঙ্গনে আঁধার ঠেলে আসো?
হ্যা গো শিউলি বকুল
এ আঁধারে কার ডাকে নির্যাস ছড়িয়ে হাসো?
হ্যা গো জলপদ্ম
নয়নের অজস্র জল লুকিয়ে
কার জল আঁচলে তুলে রাখো?
হ্যা গো দূর শশী
ঐ দূর নীলিমায় কার ঘরে আলো দিবে বলে
আলোক মশাল জ্বালো?
তোমাদের ছু্ঁযে ছুঁয়ে ছোঁয়াচে জীবন
আলো আধারের গল্পে
ঐ দূর মাঝির সাঁঝবাতি ঘর
রোজ জ্বেলে রাখি।
এই দেখো এই চিলেকোঠার ঘর ভীষণ কালো
এই দেখো এই বেলকনিতে আবছা আঁধার
এই দেখো এই জানালার কার্নিশে লেগে আছে খোলা ডায়রির শূন্যতা আর
শুকিয়ে যাওয়া কলমের উদাসী ঠোঁট।
ঐ এক বেলার ঝড়ো বৃষ্টি
ঐ এক বেলার মেঘ ঠেলে কিছু আলো
আর গুনগুন গেয়ে যাওয়া পাখিদের প্রেমাসুর
কবি গুছিয়ে নেয় চোখ
হাতের মুঠোয় থরথর অধরে
মৃত শহরে খুঁজে ফেরে বিলীন অস্তিত্বের এক সুতো
যার সূক্ষ্মতায় বাঁধা দুটি মন একটি অনুগল্প।
নিস্প্রভ বিকেল
একটা নিস্প্রভ বিকেল চাই
শান্ত বয়ে চলা নদীর মতো
একটা বিকেল চাই।
ক্লান্তি মুছা
একটা গোধূলি সন্ধ্যা চাই
মনের চাদোয়ায় চুপচাপ ক্যানভাসে রংয়ের
ছবিতে নিমগ্ন হতে চাই।
একটা নিরব রাত চাই
চোখে চোখে আলো জ্বেলে
অদেখা আত্মায় প্রদীপ শিখা জ্বেলে
সৃষ্টি কর্তার সাথে গল্পে মাততে চাই।
বলতে চাই আচ্ছা প্রভু,
তুমি এমন করে কোনো আসো
নৈঃশব্দের গহীন ঠেলে
হঠাৎ ব্যাকুল করে ঝড়ে উড়িয়ে নিয়ে যাও
তোমার আপন রংয়ের ছবি করে।
আমি নিজেকে দেখি
নীল জলে ভেসে যেতে
গোধূলি আকাশ জুড়ে
সূর্যের আভা হয়ে জেগে ওঠি
খোলা জানালার উদাস একটা ছবি।
আমাকে তুমি আরো একবার কবর দিও প্রভু
আকাশের বুকে
যেখানে আমি বহু বার থেকেছি।
কি করে মরতে হয় বলে দিও
উৎসর্গ : সুর রানী লতা মঙ্গেশকরকে
উড়ে গেছি বহু দূরে
ফেরা হয় না আর
ঝরা পাতার মতো উড়ে উড়ে।
চলে গেছি
পাহাড় নদী বন ছেড়ে
সফেদ সমুদ্রের নীল জলে স্পর্শের অবগাহন ছেড়ে
কলা পাতার উপচে পরা অসময়ের বৃষ্টি উপেক্ষা করে
পদ্মপাতার টলটলে জলের দিকে অপলক দৃষ্টি এড়িয়ে
চলে গেছি বহু দূর।
ওখেলার মাঠে কানামাছির উচ্ছ্বাস লুকোচুরি থেকে
পুতুল খেলার ছলে চলে গেছি দিন বদলের গাঁয়ের মেয়ে।
যদি খুঁজে পাও বেহালার তারে এক খন্ড ছেঁড়া সুরে
বিষন্ন হয় মনের গহীনে
উম্মুক্ত শূন্যতায় মেলে আঁখি
এঁকে নিও আজকের মতো
আগামী জলছবির জলরংয়ে আমার সুর
কন্ঠ রেখেছি তোমার ই করে।
১ Comment
very good poetry; congratulations